Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৬নং দেহুন্দা ইউনিয়ন পরিষদ

করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভার কার্যবিবরণী

সভাপতি : জনাব মোঃ তাজুল ইসলাম

চেয়ারম্যান, ৬নং দেহুন্দা ইউনিয়ন পরিষদ

স্থান : ইউনিয়ন পরিষদ সভাকক্ষ

তারিখ: ২৮/০৭/২০১৩ খ্রিঃ

সময় : সকাল ১১.৩০ ঘটিকা

সভায় উপস্থিত সদস্যগনের নাম স্বাক্ষর বহিতে সংরক্ষিত আছে।

 

   সভাপতি মহোদয় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির উপস্থিতি সকল সম্মানিত সদস্যগনকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরম্ন করেন। তিনি সদস্য ব্যাতিত অন্যান্য উপস্থিতিকেও সভায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

১। বিগত সভার কার্য বিবরণী পাঠ করা হলো, কোন প্রকার সংযোজন ও বিয়োজন না থাকায় দৃঢ় করন করা হলো।

দাপ্তরিক ও উন্নয়ন সহযোগি সংস্থার কার্যক্রম আলোচনাঃ-

 

ক্রমিক নং

আলোচ্য সূচী

আলোচনা

সিদ্ধামত্ম

দায়িত্বপ্রাপ্ত সংস্থা /ব্যাক্তি

০১

 

সভায় চেয়ারম্যান মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানান।তিনি বলেন শধু আলোচনা নয় ,সেবা প্রদানের মান কিভাবে বৃদ্ধি করা যায় সেবিষয় সামনে রেখে আলোচনা করার জন্য সকলের প্রতি আহবান রেখে সচিব সাহেবকে সভা পরিচালনা করার অনুমতি প্রদান করেন।

পূর্ববর্তী মাসের আলোচনা ও সিদ্ধামত্ম বাসত্মবায়ন করা ।

সংসিস্নষ্ট সকল

০২

সমাজসেবা অধিদপ্তর

সভায় ইউনিয়ন সমাজকর্মী হাজেরা আক্তার উপস্থাপন করেন তার দপ্তরের কাজকর্ম স্বাভাবিক ভাবে পরিচালিত হচ্ছে । সভায়ইউনিয়ন সমাজকর্মী জানান সামাজিক নিরাপত্তাবলয় তৈরীর লÿÿ ইউনিয়ন ডাটা বেইজ তৈরী হয়েছে। তিনি আরো জানান একজন বিধবা ভাতা ভোগী ০২ বৎসর যাবৎ টাকা উত্তোলন করেছেন কিন্তু এখন অন্য একজন টাকা উত্তোলনের জন্য এসেছেন বিষয়টির প্রতি সকলের দৃষ্টি আকষর্ণ করেন ।

বিষয়টি সংশিস্নষ্ট ওয়ার্ড সদস্য সহযোগ তদমেত্মর মাধ্যমে নিস্পত্তির ব্যবসত্মা গহন করতে হবে।

 

 সমাজসেবা কর্মীও ইউপি সদস্য এবং সংরÿÿত সদস্য ।

০৫

কৃষি অধিদপ্তর

উপসহকারী কৃষি অফিসার মোঃ কামাল উদ্দিন উপস্থাপন করেন তার দপ্তরের কাজকর্ম স্বাভাবিক ভাবে পরিচালিত হচ্ছে। সভায় উপসহ কৃষি অফিসার জানান ,বর্তমান বোর ও সব্জি চাষীদের তালিকা হালনাগাদ করন হচ্ছে। আদর্শ বীজতলা সম্পর্কে চাষীদেরকে পরামর্শ দেয়া হয়েছে।

যে কোন তালিকা প্রনয়ন করা হোক না কেন , সে বিষয়ে জনপ্রতিনিধিগনকে অবগত করতে হবে।

 

সংশিস্নষ্ট উপসহ কৃষি অফিসার ।

                                                                                                                                                                                                                                                                                                

০৬

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

পরিবার পরিকল্পনা পরিদর্শক জনাব মোঃ আঃ লতিফ উপস্থাপন করেন যে তার দপ্তরের কাজ স্বাভাবিক ভাবে পরিচালিত হচ্ছে। যে সকল গরীব অসহায় দম্পতী পদ্বতি গ্রহণ করেন তাদের কে ইউনিয়ন পরিষদের পক্ষ হতে বিশেষ সহায়তা প্রদানের অনুরোধ জানান।

দেশের জনসংখ্যা নিয়ন্ত্রনে তৎপরতার সাথে কাজ করতে হবে।

 

পরিবার পরিকল্পনা পরিদর্শক দেহুন্দা ইউনিয়ন।

 

 

০৭

ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্র

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জনাব ডাঃ উজ্জল কুমার দাস, উপস্থাপন করেন যে, তার দপ্তরের কাজ কর্ম স্বাভাবিক ভাবে পরিচালিত হচ্ছে। তিনি উপস্থাপন করেন গত মাসে ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রে  ঔষধ সরবরাহ হয়নি। 

ঔষধের বিষয়ে ডাঃ সাহেবকে যোগাযোগ রÿা করতে হবে।

ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্র ।

০৯

কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য পরিদর্শক

১। কমিউনিটি ক্লিনিক সিএচসিপি উপস্থাপন করেন,তারদপ্তরের কাজ স্বাভাবিক ভাবে পরিচালিত হচ্ছে , সকাল ০৯ টা হতে বেলা ২.৩০ ঘটিকা পর্যমত্ম রোগী দেখা হয় ও ঔষধ প্রদান করা হয়ে থাকে ।

২। স্বাস্থ্য পরিদর্শক উপস্থাপন করেন ,২২-১২-২০১২ তারিখ থেকে আর্সেকি রোগী সনাক্ত করন করা হবে ,সকলের সহযোগীতা কামনা করছি।

১। মাসিক রিপোর্ট ইউনিয়ন পরিষদে প্রদান করতে হবে।

২। জনপ্রতিনিধিগন ও গ্রাম পুলিশবাহিনী সক্রিয় সহযোগীতা করতে হবে।

১।  সিএইচসিপি।

 

 

২। স্বাস্থ্য সহকারী ,গ্রামপুলিশ এবং ইউপি সদস্য ।

 

 

 

 

 

 

১০

শিক্ষা অধিদপ্তর

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপস্থাপন করেন যে, অত্র ইউনিয়নের চর দেহুন্দা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের চারতলা বিল্ডিং নির্মান কাজ শুরম্ন হয়েছে । চলতি মাসের ১৫,১৬,১৭ তারিখ ৫ম শ্রেণীর দ্বিতীয় মডেল টেষ্ট সম্পন্ন হয়েছে । ২০১৩ সনের পাঠ্য পুসত্মক উপজেলায় আসা শুরম্ন হয়েছে । তাছড়া আগামী বৎসর থেকে শিÿা কারীকুলাম পরিবর্তন হবে।

সভার পÿ হতে সহকারী শিÿা কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।

সংশিস্নষ্ট সকল ।

১১

 

সহযোগী সংস্থা

পপি (এখনই সময়) এর প্রতিনিধি জনাব মোঃ আনিসুর রহমান .উপস্থাপন করেন যে, তার প্রকল্পের অধিন সকল কাজকর্ম স্বাভাবিক ভাবে পরিচালিত হচেছ । গত মাসে ০৫ জন শিশু মারা গিয়েছে,ভাটিয়া গাংপাড়া ০২ টি, জহিরকোনা ০১ টি, মড়লপাড়ায় ১টি, খামারদেহুন্দায় ০১ টি ।

ধন্যবাদজ্ঞাপন করা হয়, নির্ভযোগ্য তথ্য প্রদানের জন্য ,স্বাস্থ্য ও পরিবার কল্যান সহকারী গন মৃত্যুর কারন বিষয়ে প্রতিবেদন দাখিল করবেন।

পপি (এখনই সময়)ওস্বাস্থ্য ও পরিবার কল্যান সহকারীগন।

এখনই সময়

১১

পস্ন্যান বাংলাদেশ

 পস্ন্যান বাংলাদেশ প্রতিনিধি জনাব ইকবাল হোসেন উপস্থাপন করেন অত্র ইউনিয়নের স্যানিটেশন কাভারেজ ৮৭ ভাগ সম্পন্ন হয়েছে । তিনি অত্র ইউনিয়নবাসী ও জনপ্রতিনিধি গনকে অভিনন্দন ও কৃতঞ্জতা জানিয়ে উপস্থাপন করেন বিগত ১৭ অক্টোবর আচরনিক পরিবর্তনের জন্য ,র‌্যালী, চাইকেল র‌্যালী করা হয়েছে । মূল প্রতিবাদ্য বিষয় ছিল আমরা পারিনা , স্যনিটেশন ইউনিয়ন পরিষদ করেদেবে , এই মানষিকতা পরিবর্তন করতে হবে। বলতে হবে আমরাই পারি।

পস্ন্যান বাংলাদেশ প্রতিনিধি জনাব ইকবাল হোসেনকে সভার্পÿথেকে ধন্যবাদ জানানো হয় । সব সময় সহযোগীতার জন্য আহবান জানানো হয়।

১। ইউনিয়ন পরিষদ

 

২। পস্ন্যান বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা।

১১

দি হাঙ্গার প্রজেক্ট

দি হাঙ্গার এর ইউনিয়ন সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম উপস্থাপন করেন, ২০১৩ সাল থেকে সহস্রাব্দ উন্নযন লÿ্যমাত্রা অর্জনে দেহুন্দা ইউনিয়নে ‘‘দি হাঙ্গার প্রজেক্ট ’’কাজ শুরম্ন করবে, তাছাড়া কয়েকটি কার্যক্রম শুরম্ন হয়েছে- ১&. বিকশিত নারী নেট ওয়ার্ক, ২.যুব সংসদ গঠন করা হয়েছে।

ইউনিয়ন পরিষদকে অবগত করে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।

ইউনিয়ন সমন্বয়কারী ।

১১.

 

গার্ল পাওয়ার প্রজেক্ট

 

 

 

       

                                                                                                               

উন্মুক্ত আলোচনাঃ-

১। আলোচনার প্রেÿÿতে চরদেহুন্দা সরকারী প্রথমিক বিদ্যালয়ে ও ভাটিয়া মড়লপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে ০১ টি করে নলকহপ স্থাপনের সিদ্ধামত্ম গৃহীত হয় ।

২। সভায় স্থায়ী কমিটির সদস্য সামছুন্নাহার , গর্ভবতী চেকআপের জন্য ইউনিয়ন পরিষদে ক্যাম্প পরিচালনা করার জন্য আহবান জানান ।

সিদ্ধামত্মঃ- স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটি সে বিষয়ে সুপারিশ /সিদ্বামত্ম গ্রহন করবে।

 

৩.ইউনিয়ন পরিষদের সদস্যগন সকল ইউনিয়নে কর্মরত সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মরত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও তাদের নিজ নিজ কাজ করতে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং তাদের কার্যক্রম সঠিক ভাবে চালিয়ে যাবার আহবান জানান।

 

 সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

মোঃ তাজুল ইসলাম

চেয়ারম্যান

৬ নং দেহুন্দা ইউনিয়ন পরিষদ

করিমগঞ্জ,কিশোরগঞ্জ।

 

 

স্মারক নং- দে: ইউ: পি/ ইউ ডি সি সি/                                                         তারিখঃ-২৮/০৭/২০১৩

 

 

অনুলিপিঃ-

সদয় জ্ঞাতার্থে/ কার্যার্থে প্রেরন করা হলো।

১। জেলা প্রশাসক, কিশোরগঞ্জ।

২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, করিমগঞ্জ।

৩। উপজেলা নির্বাহী অফিসার, করিমগঞ্জ।

৪। উপজেলা...................................কর্মকর্তা।

৫। জনাব,...............................................।

৬। অফিস কপি।

 

 

 

চেয়ারম্যান

৬নং দেহুন্দা ইউনিয়ন

করিমগঞ্জ,কিশোরগঞ্জ।